মালদা

ছেলের বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করাই ছেলের হাতে খুন বাবা

ছেলের বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করাই ছেলের হাতে খুন হতে হল বাবাকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত শ্যামপুরের কাঁটাবাড়ি এলাকায়। বছর ষাটের মৃত ওই ব্যাক্তির নাম আনন্দ সরকার, তিনি পেশায় ফল বিক্রেতা। জানা গেছে প্রায় ছয় বছর আগে আনন্দ সরকার তার ছেলে রাজুর বিয়ে দিয়েছিলেন চন্দ্রা সরকারের সাথে। এরপর টাকা উপার্জনের জন্য গ্যারেজের কাজে শ্যামপুর থেকে মালদায় চলে যায় রাজু। পরিবার সূত্রে খবর মালদায় কাজ করা কালীন বিবাহবহির্ভূত আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়ে রাজু। এই ঘটনা জানাজানি হতে পরিবারে মাঝে মধ্যেই এই নিয়ে অশান্তি হত ছেলে ও বাবার মধ্যে। আর মঙ্গলবার রাতে সেই অশান্তি ওঠে চরমে। অভিযোগ বাবা ও ছেলের মধ্যে বচসা চলাকালীন ছেলে রাজু তার বাবা আনন্দ সরকারকে কাঠের একটি চ্যালা দিয়ে মাথায়, কানে, হাতে ও পায়ে আঘাত করে। আনন্দ সরকারের মাথায় গুরুতর আঘাত থাকায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হলে এদিন সকালে মৃত্যু হয় তার। মৃতদেহটি ময়না তদন্তের জন্য এদিন রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ। ঘাতক ছেলে রাজু ঘটনার পর থেকে পলাতক। আনন্দ সরকারের মেয়ে পিঙ্কি সরকার দাস বলেন তার বাবার হত্যা করেছে তার দাদা রাজু। এই মর্মে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।